মূর্তি ভাঙার নতুন নিন্দনীয় খেলা শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। স্বনামধন্য ব্যক্তিত্বদের মূর্তি ভাঙা, মূর্তির মুখে কালি। এ এক আজব প্রবণতা। ত্রিপুরায় লেনিনকে মাটিতে মেশানোর কাজ শেষ। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখেও লাগানো হয়েছে কালি। তামিলনাড়ুতে ভাঙা হয়েছে পেরিয়ারের আবক্ষ মূর্তি। এবার উত্তরপ্রদেশের মেরঠে ভূলুণ্ঠিত হল বি আর আম্বেদকরের মূর্তি। মঙ্গলবার গভীর রাতে সংবিধান প্রণেতার আবক্ষ মূর্তিতে ভাঙচুর চালানো হয়। কেন আচমকা ভাঙা হল আম্বেদকরের মূর্তি? এই প্রশ্নের উত্তর অবশ্য নেই কারও কাছেই। কারাই বা ভাঙল? জানা নেই তাও।
এদিন আম্বেদকরের ভগ্ন মূর্তি চোখে পড়তেই প্রবল উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। বুধবার সকাল থেকেই মাওয়ানার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে একাধিক দলিত সংগঠন। পরিস্থিতি সামলাতে আসরে নামে পুলিশ। ভাঙা মূর্তির বদলে নতুন মূর্তি বসানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন দলিতরা। ব্রিটিশ শাসিত ভারতে দলিতদের অধিকারের প্রশ্নে লড়াই করেছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। স্বাধীন ভারতের সংবিধান প্রণেতাও তিনিই। এতদিন তাঁর মূর্তি সুরক্ষিতই ছিল যোগী রাজ্যে। আচমকা কারা আম্বেদকরের মূর্তির উপর হামলা চালাল সেটাই খতিয়ে দেখছে পুলিশ।