১৯৯৩ সাল থেকে দেশ ছেড়ে গা ঢাকা দিয়েছিল ফারুক টাকলা। মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ হিসাবেই ছিল তার পরিচিতি। তাকে হাতে পেতে কম ছোটাছুটি করতে হয়নি ভারতের দুঁদে গোয়েন্দাদের। খবর ছিল, দুবাইতে আত্মগোপন করে আছে ‘মোস্ট ওয়ান্টেড’ ফারুক টাকলা। যার বিরুদ্ধে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়সহ মারাত্মক সব অভিযোগ রয়েছে। দুবাইয়ে বসে এতদিন ধরে ভারতে দাউদের অপরাধ জগতের নেটওয়ার্ক চালাচ্ছিল সে।
গত বুধবার দুবাইতে সিবিআইয়ের জালে ধরা পড়ে ফারুক টাকলা। তাকে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে অনুমতি দেয় সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ মুম্বই বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রকারীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে মুম্বইয়ে পৌঁছন সিবিআই আধিকারিকরা। ফারুক টাকলাকে জেরা করে দাউদের অপরাধ জগতের আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছে সিবিআই।