ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে সেখানে প্রথমবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় সরকার গড়ল বিজেপি। এই ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান বড় করেই করা হবে বলে জানায় বিজেপি। সেইমত ব্যবস্থাপনা চলছিল। শুক্রবার দুপুরে আগরতলার অসম রাইফেলসের বিশাল প্রাঙ্গণে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। শপথগ্রহণে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী সহ বিজেপির অনেক নেতা। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে নিজে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মানিক সরকারও।
সকলকে সাক্ষী রেখেই এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিপ্লব দেব। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরায় বিজেপির জয় ভারতের ইতিহাসে চিরকাল চর্চিত হবে। এই জয়ের চুলচেরা বিশ্লেষণ হবে। নতুন সরকার ত্রিপুরাবাসীর স্বপ্ন পূরণ করতে পারবে বলেই আশ্বস্ত করেন তিনি। ত্রিপুরায় উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। এই উন্নয়নযজ্ঞে দিল্লি সবসময়ে পাশে থাকবে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও এদিন অভিনন্দন জানান তিনি।