একটানা বৃষ্টির জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা ব্রিজ। নদীর স্রোতে হারিয়ে গেল ২টি সরকারি বাস ও ৮টি গাড়ি। সঠিক হিসাব না মিললেও প্রায় ২৯ জন বাস ও গাড়িগুলিতে ছিলেন। যাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু প্রবল স্রোত আর তার সঙ্গে তাল মিলিয়ে একটানা বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ঘটনাটি ঘটেছে মুম্বই-গোয়া জাতীয় সড়কে রায়গাদ জেলার মাহাদ এলাকায়।
এখানে সাবিত্রী নদীর ওপর ব্রিটিশ আমলের ১টি পুরনো ব্রিজের একটা বড় অংশ মঙ্গলবার রাতে আচমকাই ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের ওপরে থাকা ২টি সরকারি বাস ও ৮টি গাড়ি নিজেদের বাঁচানোর সময় পায়নি। ব্রিজের সঙ্গে সঙ্গে যাত্রীদের নিয়ে সেগুলিও জলে গিয়ে পড়ে। একটানা বৃষ্টিতে প্রবল স্রোত থাকায় নিমেষে হারিয়ে যায় বাস ও গাড়িগুলি।