এক বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের আওয়াধপুরি থানা এলাকায়। মৃতরা হলেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক জি কে নায়ার ও তাঁর স্ত্রী গোমতী নায়ার। আওয়াধপুরির নর্মদা গ্রিন ভ্যালি আবাসনে থাকতেন তাঁরা। সূত্রের খবর, শনিবার সকালে প্রতিদিনের মত তাঁদের পরিচারিকা কাজে আসেন। বাইরে থেকে বারবার বন্ধ দরজা তিনি ধাক্কা দেন। কিন্তু দরজা কেউ না খোলায় সন্দেহ হয় পরিচারিকার। তিনি আবাসনের অন্যান্য বাসিন্দাদের খবর দেন।
বয়স্ক দম্পতির ঘরের খোলা জানলা দিয়ে উঁকি দিতেই হাড় হিম হয়ে যায় সকলের। দেখেন ঘরের ভিতর রক্তে ভেসে যাচ্ছে। আর মেঝেতে রক্তের ওপর পড়ে রয়েছে দম্পতির গলাকাটা দেহ। আবাসনের বাসিন্দারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত দম্পতির বাড়ি থেকে কোনও জিনিস খোয়া যায়নি। তবে কি উদ্দেশ্যে তাঁদের খুন হতে হল তা খতিয়ে দেখছে পুলিশ। দম্পতির হত্যাকারীর সন্ধান দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।