তামিলনাড়ুর থেনি জেলার কুরাগানি পাহাড়ের জঙ্গলে শনিবারের দাবানলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৯ জন। সকলেই পড়ুয়া। তাঁরা ট্রেকিং করার সময়েই দাবানল ছড়িয়ে পড়ে। আর তাতেই ঝলসে যান পড়ুয়ারা। ২৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। তবে এই ঘটনার পরই কীভাবে দাবানলের ঘটনা ঘটল? কীভাবে তা এত ভয়ংকর আকার নিল? কীভাবে এত জনের মৃত্যু ঘটল? সব নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। বন দফতরের কাছ থেকে উপযুক্ত অনুমতিপত্র ছাড়াই এই ট্রেকিং হচ্ছিল বলেও জানিয়েছে তিনি।
অন্যদিকে এই দাবানলের ঘটনার পর কেরালা সরকারের তরফ থেকে পাহাড় বা জঙ্গলে সবরকম ট্রেকিং বন্ধ করা হয়েছে। যতদিন না এই দাবানলের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে ততদিন বজায় থাকবে এই নিষেধাজ্ঞা বলে কেরালা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।