একটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র তথা খাসতালুক হিসাবে পরিচিত গোরক্ষপুর লোকসভা। অন্যটা উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য-র হাতের মুঠোয় থাকা ফুলপুর লোকসভা আসন। এই দুই কেন্দ্রই ছিল বিজেপির দখলে। এখানে গেরুয়া পতনও হতে পারে একথা বিশ্বাস করতেন না বিজেপির অনেক শত্রুও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই খাসতালুক গোরক্ষপুরে এদিন হারতে হল বিজেপিকে। এখানেও যে বিজেপি হারতে পারে তা স্বপ্নেও ভাবেননি বিজেপির তাবড় নেতা। সপা প্রার্থী প্রবীণ কুমার নিসাদ এদিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেন ২১ হাজার ৯৬১ ভোটে। এখানে ভোটের ফল ঘোষণায় বিলম্বের জন্য এদিন ক্ষোভ উগরে দেন সপা-বসপা নেতৃত্ব।
অন্যদিকে বিজেপির দখলে থাকা ফুলপুর লোকসভা আসন জিতে নেন সপা-র নগেন্দ্র প্রতাপ সিং প্যাটেল। ৫৯ হাজার ৬১৩ ভোটে তিনি পরাজিত করেন বিজেপি প্রার্থী কুশলেন্দ্র সিং প্যাটেলকে। ফুলপুর আসনও ছিল বিজেপির খাসতালুকই। দুটি কেন্দ্রেই সপার এই সাফল্যের পিছনে অবশ্য বসপার পাশে থাকাকে সামনে রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। সপা-বসপা কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামা যে বিজেপির জন্য এমন অবিশ্বাস পরাজয় বয়ে আনল তাও মেনে নিচ্ছেন তাঁরা। এদিন ফল ঘোষণার আগেই জয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর একসঙ্গে আবির খেলা শুরু করে দেন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি কর্মীরা।