National

ছাত্রীকে উত্যক্ত করায় শাসন, লেকচারারকে গুলি করে খুন করল ছাত্র

কলেজে পড়তে এসে সহপাঠিনীকে উত্যক্ত করত জগমল নামে এক তরুণ। হরিয়ানার সোনিপত জেলার পিপলি গ্রামের শহিদ দলবীর সিং কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। বাধ্য হয়ে ওই ছাত্রের নামে কলেজের লেকচারার রাজেশ মালিকের কাছে নালিশ জানান ছাত্রীটি। অভিযুক্ত ছাত্রকে তার আচরণের জন্য তিরস্কার করেন বছর ৪৫-এর লেকচারার। সহপাঠিনী ও বাকি পড়ুয়াদের সামনে এইভাবে অপমানিত হওয়া মেনে নিতে পারেনি জগমল। অভিযোগ, সেই রাগে মঙ্গলবার লেকচারারের ওপর বন্দুক নিয়ে চড়াও হয় সে।

ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ছাত্রছাত্রীদের লেকচার দিচ্ছিলেন রাজেশ মালিক। পড়াতে পড়াতে হঠাৎ তাঁর চোখ যায় শেষের বেঞ্চে। তিনি দেখেন, জগমল ফের এক ছাত্রীকে উত্যক্ত করছে। ক্লাসে বসে এমন উৎশৃঙ্খল আচরণের জন্য তিনি আবার জগমলকে বকাবকি করেন। অভিযোগ, সকলকে চমকে দিয়ে আচমকা লেকচারারের বুকের দিকে বন্দুক তাক করে ৪ বার গুলি চালায় জগমল। প্রত্যক্ষদর্শী পড়ুয়াদের দাবি, কাজ হাসিল হয়ে যাওয়ার পর সহপাঠীদের বন্দুকের ভয় দেখিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় জগমল।


চোখের সামনে শিক্ষকের এমন ভয়ঙ্কর পরিণতি দেখে আতঙ্কে সিঁটিয়ে যান ছাত্র-ছাত্রীরা। হতভম্ব ভাব কাটিয়ে উঠে তাঁরা খবর দেন কলেজ কর্তৃপক্ষকে। আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত লেকচারারকে নিয়ে সকলে হাসপাতালে ছোটেন। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমে পলাতক ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button