দিল্লির দক্ষিণ অংশ থেকে উত্তর পশ্চিম অংশের মধ্যে সংযোগপ্রদানকারী মেট্রো লাইনের উদ্বোধন হল বুধবার। রিং রোড ধরে ২১ দশমিক ৫ কিলোমিটার পথ অতিক্রম করছে এই লাইন। মজলিস পার্ক থেকে দুর্গাবাই দেশমুখ সাউথ ক্যাম্পাস পর্যন্ত রুটে এদিন চালু হল এই পরিষেবা। তবে তা পিঙ্ক রুটের পুরোটা নয়। পুরোটা তৈরি হয়ে গেলে সেই ৫৮ কিলোমিটার পিঙ্ক লাইনই হবে দেশের সবচেয়ে লম্বা মেট্রোর রুট। যা দিল্লি মেট্রোর পিঙ্ক লাইন হিসাবে পরিচিত হবে।
বুধবার যেটুকু খুলল তাতে থাকছে ১২টি স্টেশন। যে পথ অতিক্রম করতে সময় লাগছে মোটামুটি ৩০ মিনিট। আপাতত এই রুটে ৬ কামরার ট্রেন চালাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। এজন্য ১৯টি ট্রেন বরাদ্দ করা হয়েছে। কোনও গাড়িতেই কোনও চালক থাকছে না। চালকবিহীন ট্রেনটিতে থাকছে রংবেরংয়ের চেয়ার। রয়েছে যাত্রীদের জন্য অত্যাধুনিক সুবিধা।
বুধবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের পরই যাত্রীদের জন্য চালু হয়ে যায় এই রুট। এই রুটের অন্যতম আকর্ষণ হল যাত্রীদের গোটা দিল্লি শহরটাকে অনেক উঁচু থেকে দেখার সুযোগ করে দেওয়া। ধাইলা কান এলাকায় মেট্রো লাইনটি কার্যত ৭ তলা বাড়ির সমান উঁচু দিয়ে যাচ্ছে। মাটি থেকে উচ্চতা থাকছে ২৩.৬ মিটার। এত উঁচু দিয়ে ভারতের আর কোনও মেট্রো লাইন যায়নি।