সিবিএসই দ্বাদশ শ্রেণির অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিল বৃহস্পতিবার। কিন্তু ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ গত বুধবার থেকে আচমকাই দেখা যায় দিল্লিতে ছড়াতে শুরু করেছে সেই পরীক্ষার প্রশ্নপত্র। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ছে হুহু করে। শুধু হোয়াটসঅ্যাপ বলেই নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও প্রশ্নপত্রের ছবি ছড়াতে থাকে বলে অভিযোগ। কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল তা পরিস্কার নয়। তবে অ্যাকাউন্টেন্সির ২ নম্বর সেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা যায়। তদন্তে প্রাথমিক অনুমান দিল্লির রোহিনী এলাকা থেকে প্রথম ছড়াতে শুরু করে এই প্রশ্নপত্র। তারপর হুহু করে দিল্লির বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের ফোনে পৌঁছে যেতে থাকে হোয়াটসঅ্যাপ মেসেজ। যদিও বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘটনার কথা অস্বীকার করে বোর্ড।
বোর্ডের তরফে জানানো হয়, কোনও প্রশ্নপত্রের সিল খোলা হয়নি। তাই কোনও প্রশ্নপত্র ফাঁসও হয়নি। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়, দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র এতটা সুরক্ষিত জায়গায় কড়া প্রহরায় রাখা হয় যে তা কোনও ছাত্রের পক্ষে ফাঁস করা সম্ভব নয়। এদিকে অভিযোগ সামনে আসতে নড়েচড়ে বসে দিল্লির আপ সরকার। শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া বিষয়টি খতিয়ে দেখার জন্য শিক্ষা দফতরকে নির্দেশ দেন।