সংঘর্ষ বিরতির তোয়াক্কা না করে ভারতীয় সীমান্তে গোলা বর্ষণ পাক সেনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন তাদের শেলিংয়ের লক্ষ্য শুধু ভারতীয় সেনা ছাউনিই থাকেনা। মাঝেমধ্যেই সাধারণ সীমান্তবর্তী গ্রামগুলিতে ব্যাপক গোলাবর্ষণ করে পাক সেনা। সেনার তরফে জানানো হয়েছে, রবিবারও বেলা ৮টা নাগাদ জম্মু কাশ্মীরের পুঞ্চে বালাকোট সেক্টরে সীমান্তবর্তী গ্রাম ‘দেবতা ধর’ লক্ষ্য করে এদিন পাক সেনা মর্টারবর্ষণ শুরু করে।
মুহুর্মুহু গোলা বর্ষণে গ্রামের ব্যাপক ক্ষতি হয়। এক পরিবারের ৫ জনের মৃত্যু হয়। আহত হন ২ জন। এভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে বোমাবর্ষণ মেনে নেয়নি ভারতীয় সেনা। তারাও পাল্টা পাক ঘাঁটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।