গত সোমবার দিল্লির বসন্তবিহার পুলিশ স্টেশনের বাইরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের জীবন বিজ্ঞানের অধ্যাপক অতুল জোহরিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। সঙ্গে ছিলেন কয়েকজন অধ্যাপকও। মঙ্গলবার সেই সুর আরও চড়িয়ে পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভে সামিল হন অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ওমেন্স অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন নামক দুটি নারীবাদী সংগঠনের সদস্যরা।
অধ্যাপক অতুল জোহরির বিরুদ্ধে অভিযোগ তিনি জেএনইউ-র ৭ ছাত্রীর শ্লীলতাহানি করেন। তাই তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে সোচ্চার হন বিক্ষোভকারীরা। এরপরই এদিন বিকেলে চাপের মুখে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে।