আগামী ২৪ ফেব্রুয়ারি ওড়িশার বারগড় জেলার বিজেপুর বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। আগে এখানে পঞ্চায়েত নির্বাচনে বড় একটা ভাল ফল করতে পারেনি রাজ্যে ক্ষমতাসীন বিজেডি। বরং এখানে কংগ্রেসের ফলাফল বেশ ভাল। এবার এখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপিও। এই অবস্থায় হাওয়া তাঁর দলের দিকে ঘোরাতে নিজে সেখানে প্রচারে যাচ্ছেন বিজু জনতা দল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
মঙ্গলবার সন্ধেবেলা বারপালি ব্লকের কুম্ভারিতে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। এমন সময়ে সামনের সারিতে বসা এক যুবক তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন। প্রথম জুতোটি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো সুরক্ষাকর্মীর গায়ে লাগে। পরক্ষণেই ছুটে আসে দ্বিতীয় জুতো। কিন্তু ততক্ষণে তৎপর হয়ে গেছেন সুরক্ষাকর্মী। তিনিই আটকে দেন সেটিকে। ফলে নবীন পট্টনায়েক লক্ষ্য হলেও তাঁর গায়ে জুতো লাগেনি। ঘটনার পরই ওই যুবককে গ্রেফতার করা হয়। দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবীন পট্টনায়েককেও। বিজেডি দাবি করেছে ওই যুবক বিজেপি কর্মী। যদিও বিজেপি তা অস্বীকার করে জানিয়েছে ওই যুবকের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।