কোনও মহাজোটে তাঁর দল নেই। না তাঁরা বিজেপির সঙ্গে আছেন। না তাঁরা কংগ্রেসের সঙ্গে আছেন। কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখার যে নীতি তাঁর দলের রয়েছে, সেই নীতিতেই অটুট থাকবেন তাঁরা। বুধবার ভুবনেশ্বরে এভাবেই নিজেদের অবস্থান পরিস্কার করে দিলেন বিজু জনতা দলের প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
বিজেপি বিরোধী মহাজোট নিয়ে আলোচনা নতুন নয়। বিজেপি বিরোধী শক্তিগুলি নিজেদের মধ্যে মহাজোটের কথা বারবার সামনে এনেছে। তা দলে নবীন পট্টনায়েক থাকা মানে বিজেডির আসন সংখ্যা মহাজোটের সঙ্গে থাকা। কিন্তু এদিন সেই জল্পনায় জল ঢেলে দিলেন নবীন পট্টনায়েক। যদিও গত মঙ্গলবার দিল্লিতে একটি কৃষক সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাজোটে যোগ দেওয়া নিয়ে তাঁর দল ভেবে দেখবে বলে জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে এদিন তাতে জল ঢাললেন খোদ নবীন পট্টনায়েকই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)