
মাত্র ৩ মাস আগেই তাঁকে রাজ্যসভার সাংসদ করেছিল বিজেপি। সেই নভজোত সিং সিধুই এদিন বড় ধাক্কা দিলেন বিজেপিকে। বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার। কানাঘুষো শোনা যাচ্ছে যে সিধু গেরুয়া শিবির ছেড়ে এবার হাতে তুলে নিচ্ছেন ঝাঁটা। আম আদমি পার্টির সদস্য হচ্ছেন তিনি। শুধু তাই নয়, আগামী বছর পঞ্জাবে হতে চলা বিধানসভা নির্বাচনে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও হবেন সিধুই। এদিকে সিধুর ইস্তফাপত্র এদিন গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। তাঁর কাছে সবচেয়ে আগে পঞ্জাবের স্বার্থ বলে এদিন প্রতিক্রিয়ায় জানান সিধু।