প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুটি সম্পত্তি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইসলামাবাদের একটি আদালত। তবে গ্রেফতারি পরোয়ানাটি জামিনযোগ্য। দুটি মামলার একটি হল লন্ডনে শরিফের পরিবারের সম্পত্তি সংক্রান্ত মামলা। এই মামলায় শরিফ আদালতে অনুপস্থিত থাকায় তাঁর সম্পত্তির গ্যারেন্টারকে ভর্ৎসনা করে আদালত। মামলার শুনানি আগামী ৯ নভেম্বর পর্যন্ত পিছিয়েও দেওয়া হয়।
এদিন দ্বিতীয় যে মামলাটিতে বেকায়দায় পড়লেন নওয়াজ শরিফ সেটি হল আল আজিজিয়া স্টিল মিলস ও হিল মেটাল এস্টাবলিস্টমেন্ট মামলা। এই ২ সংস্থায় লগ্নি বিষয়ক মামলাতেও শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বর্তমানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীর সঙ্গে লন্ডনে আছেন। স্ত্রীর চিকিৎসার জন্যই সেখানে রয়েছেন তিনি।