পাকিস্তানে আর কিছুদিন বাদেই ভোট। তাই প্রচারে ব্যস্ত নেতারা। কিন্তু শেষ দু’দিনে ক্ষমতাসীন নওয়াজ শরিফের দলের মন্ত্রীরা যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁদের ওপর হয় উড়ে আসছে জুতো। নয়তো বা ছিটিয়ে দেওয়া হচ্ছে কালি। এই বিব্রতকর অবস্থা থেকে রবিবার রেহাই পেলেন না খোদ নওয়াজ শরিফও। তাঁর দিকে উড়ে এল জুতো। বহিষ্কৃত পাক প্রধানমন্ত্রী এদিন গিয়েছিলেন লাহোরে একটি জমায়েতে যোগ দিতে। সেখানে সবে তিনি মাইকের কাছে এসে কিছু বলতে যাবেন। ঠিক সেইসময়ে সামনের দিকে বসা এক ব্যক্তি আচমকাই তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে জুতো ছুঁড়ে মারেন। জুতো গিয়ে লাগে নওয়াজের ঘাড়ের কাছে। দ্রুত ওই ব্যক্তিকে সকলে ধরে নেন। আর ঠিক সেই সময়েই আর এক ব্যক্তি ফের নওয়াজকে উদ্দেশ্য করে জুতো ছোঁড়েন। যদিও সেই জুতো লক্ষ্যভ্রষ্ট হয়। পরে পুলিশ ২ জনকেই গ্রেফতার করে।
যদিও এটা নতুন নয়। গত শনিবার নওয়াজের দলেরই ২ মন্ত্রী একইভাবে আমজনতার রোষের শিকার হয়েছেন। পাক বিদেশমন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ শিয়ালকোটে একটি জনসভায় বক্তব্য রাখার সময় তাঁর গায়ে কালি ছিটিয়ে দেন এক ব্যক্তি। তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আসিফ ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বলেন। অন্যদিকে নারোয়ালে একটি জনসভায় বক্তব্য রাখার সময়ে অভ্যন্তরীণ মন্ত্রী এহসান ইকবালের দিকে জুতো ছোঁড়েন এক ব্যক্তি।