দুর্নীতি মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়মকে শুক্রবার পাকিস্তানের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। এদিন মেয়েকে নিয়ে পাকিস্তানে ফিরছেন নওয়াজ, একথা আগে থেকেই জানা ছিল। ফলে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। লাহোর শহরে ১০ হাজার পুলিশকর্মী নিযুক্ত করা হয় যাতে কোনওভাবে নওয়াজ শরিফের অনুগামীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। তারপরও ৩০০ নওয়াজ অনুগামীকে গ্রেফতার করা হয়। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের তরফে একটি মিছিলও বার করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে নওয়াজপন্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিন রাত ৮টা ৫০ মিনিটে লাহোর বিমানবন্দরে অবতরণের পরই ৬৮ বছরের নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে ৪৪ বছরের মরিয়মকে গ্রেফতার করা হয়। তার আগেই অবশ্য আবু ধাবি বিমানবন্দর থেকেই তাঁদের ঘিরে রাখা হয়। বিমানেও তাঁদের সঙ্গে মিডিয়াকে কথা বলতে দেওয়া হয়নি।
নওয়াজ শরিফের বিরুদ্ধে সাকুল্যে ৪টি দুর্নীতি মামলা চলছে। তারমধ্যে একটি ছিল লন্ডনের বর্ধিষ্ণু এবেনফিল্ড হাউসের ৪টি ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত। সেই মামলায় গত সপ্তাহে সাজা ঘোষণা হয় নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়মের। ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন নওয়াজ। মরিয়মকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এবেনফিল্ড হাউসের ৪টি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। এছাড়া নওয়াজ শরিফ ও তাঁর মেয়ের আর্থিক জরিমানাও ধার্য করে আদালত। নওয়াজ শরিফকে ১০ মিলিয়ন ডলার ও তাঁর মেয়ে মরিয়মকে ২.৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। তখন তাঁরা লন্ডনে ছিলেন। এরপর এদিন লাহোরে পা দিতেই তাঁদের গ্রেফতার করা হয়।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)