চলচ্চিত্রের পর্দায় সাফল্য আসতে না আসতেই তাঁর আত্মজীবনী প্রকাশ পেয়ে গেছে। আত্মজীবনীতে তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়েছে প্রাক্তন বান্ধবীদের নাম। অভিযোগ ছিল নওয়াজউদ্দিন সিদ্দিকি লাইম লাইট পেতে মিথ্যাই তাঁর জীবনের সঙ্গে ওই মহিলাদের নাম জড়িয়েছিলেন। ‘বদলাপুর’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ এনে হইচই ফেলে দিয়েছিলেন তাঁর ভ্রাতৃবধূও। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নওয়াজউদ্দিনকে নিয়ে তৈরি হল আরেক বিতর্ক। বলিউডের প্রতিভাবান এই অভিনেতার বিরুদ্ধে এবারেও উঠেছে মারাত্মক অভিযোগ। তিনি নাকি স্ত্রী অঞ্জলির কার্যকলাপ নজরে রাখতে ‘গোয়েন্দা’ ভাড়া করেছিলেন।
সম্প্রতি কল ডিটেল রেকর্ড স্ক্যামের সঙ্গে জড়িত মোট ১১ জন ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাদের মধ্যে প্রসাদ পালেকর, অজিঙ্ক নাগারগোজে ও জিগর মাখওয়ানা নামে ৩ জনকে জেরা করে স্ত্রীর ওপর নওয়াজউদ্দিনের নজরদারির কথা জানতে পারে পুলিশ। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নওয়াজ, তাঁর স্ত্রী এবং উকিলকে ডেকে পাঠায় থানে পুলিশ। কিন্তু অসুস্থতার অজুহাত দিয়ে পুলিশি জেরা এড়িয়ে গিয়েছিলেন অভিনেতা। ফের তাঁকে সমন পাঠিয়েছে পুলিশের তদন্তকারী দল। গোটা ঘটনায় সোশ্যাল মাধ্যমে ক্ষোভ ও বিস্ময় উগড়ে দিয়েছেন নওয়াজ। স্ত্রীর ওপর গোয়েন্দাগিরি চালানোর দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৪৩ বছরের অভিনেতা।