দামি গাড়িতে ষাঁড় দাঁড়ানোর বিশেষ বন্দোবস্ত, চিন্তায় পড়ল অবাক পুলিশ
গাড়িতে বসার জায়গা যেমন থাকে এ গাড়িতে তা নেই। গাড়িটিকে বিশেষভাবে সাজানো হয়েছে যাতে একটি ষাঁড় দিব্যি গাড়িতে করে যেতে পারে। যা দেখে হতবাক পুলিশও।
একটি গাড়ি। যেমন দামি গাড়ি হয়। সামনে চালকের আসন। তাঁর পাশে বসার জায়গা। পিছনেও বসার জায়গা। সেই চেনা গাড়ি কিন্তু এটা নয়। অথচ আর পাঁচটা গাড়ির মতই গাড়ি। কেবল চালকের আসনের দিকটা বাদ দিয়ে তার পাশের অংশটা সিটহীন। সেখানে মাথার ওপর ছাদটাও নেই। বরং কেমন যেন টেম্পো বা ট্রাকের মতন।
এমন গাড়িও হয় নাকি! প্রশ্নটা মনে জাগতেই পারে। তবে এমনই একটি গাড়ির দেখা মিলল রাজপথে। যে গাড়ির চালকের আসনের পাশের ফাঁকা অংশে একটি বিশাল চেহারার ষাঁড় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। তার শিং ২টি যে কোনও মানুষের বুক কাঁপিয়ে দিতে পারে। সেই ষাঁড়টিকে নিয়ে গাড়িটি দিব্যি রাজপথ দিয়ে ছুটে চলেছে।
পুলিশ বিষয়টি জানতে পেরে গাড়িটিকে আটকায়। তারপর পরীক্ষা করতে গিয়ে দেখে ষাঁড়টি বিশেষ ওয়াতুসি প্রজাতির। মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার রাজপথে এমন দৃশ্যের সঙ্গে পুলিশও অভ্যস্ত নয়।
তবে চালককে আটকে পুলিশের তরফে তাঁকে ওই ষাঁড় নিয়ে দ্রুত শহর ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এই ষাঁড় নিয়ে যাওয়ার জন্য গাড়িকে অন্যভাবে সাজিয়ে নেওয়া রাস্তায় সকলেরই নজর কেড়েছে। অনেকে এটির ছবিও তুলে নেন।
ঘটনাটি পুরনো। তবে তা নজরকাড়া। পুলিশও ওই বিশাল শিংয়ের ষাঁড়কে এভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া দেখে প্রাথমিকভাবে বুঝে উঠতে পারছিল না তাদের কি করা উচিত।