Entertainment

ষাটের ঘরে বয়স, তাও এত উজ্জ্বল ত্বক, কীভাবে বলে দিলেন রণবীর কাপুরের মা

তিনি নিজেও একজন বলিউড তারকা। বলিউড তারকা ঋষি কাপুরের স্ত্রী। তাঁর আরও পরিচয় তিনি রণবীর কাপুরের মা। এবার সেই নীতু সিং জানালেন তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য।

ঋষি কাপুরের স্ত্রী, রণবীর কাপুরের মা। এর বাইরে নীতু সিংয়ের পরিচয় তিনি নিজেই। একসময় বলিউডের প্রথমসারির নায়িকা ছিলেন তিনি। এখনও অভিনয় থেকে দূরে নন। সেই নীতু সিংয়ের বয়স এখন ষাটের ঘরে।

এই বয়সেও তাঁর ত্বক কীভাবে এত উজ্জ্বল থাকে সেটা অনেককেই অবাক করে। নীতু সিং এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি জানালেন তাঁর এই উজ্জ্বলতার রহস্য।

নীতু জানিয়েছেন তিনি প্রতিদিন বিট আর গাজর দিয়ে তৈরি সরবত পান করেন। এটা শরীরের জন্য অত্যন্ত উপকারিও। এছাড়া তিনি দুপুরের খাবার খাওয়ার পর একটি বিশেষ খাবার খেয়ে থাকেন।

দুপুরের খাবার খাওয়ার পর নীতু সিং গুড় আর ঘি খান। মানে বলা ভাল ঘি গুড় খান। ঘি এবং গুড়, দুয়েরই নানা গুণ রয়েছে। এ ২টি একসঙ্গে খাওয়া তাঁর রুটিনের মধ্যে পড়ে।


শুধু ঘি গুড়ই নয়, তার সঙ্গে নীতু বাড়িতে তৈরি একটি বিশেষ চা পান করেন। যা হজম হতে সাহায্য করে। দুপুরের খাবার খাওয়ার পর তিনি ঘি গুড় এবং বাড়িতে তৈরি এই ডাইজেস্টিভ টি বা হজমি চা পান করেন।

প্রসঙ্গত ২০২২ সালে নীতু সিংকে শেষবার সিনেমার পর্দায় দেখা গেছে ‘যুগ যুগ জিও’ নামে একটি সিনেমায়। তবে হালে ওটিটিতে ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস’-এ তাঁকে দেখা গেছে। যেখানে তাঁর মেয়ে ঋদ্ধিমা প্রথমবার পর্দার জগতে পা রাখলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button