
খাদে বাস পড়ে মৃত্যু হল ২৪ জনের। মৃতদের মধ্যে ৭ জন মহিলা। ঘটনাটি ঘটেছে নেপালের পাহাড়ি এলাকা বারখেতারে। বাসটি খোতাঙ্গ জেলা থেকে কাঠমান্ডু আসছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের গভীর খাদে গড়িয়ে পড়ে। গড়াতে গড়াতে ঘন জঙ্গলে গিয়ে পড়ে যাত্রী বোঝাই বাসটি। উদ্ধারকারীরা জানিয়েছেন, বাসটি এমনভাবে গাছে আটকে ছিল যে উদ্ধারকাজ চালাতে তাঁদের কালঘাম ছুটে যায়। ৩১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ২৩ জনকে হেলিকপ্টারে কাঠমান্ডুর হাসপাতালে উড়িয়ে আনা হয়। বাকি ৮ জনের স্থানীয় হাসপাতালেই চিকিৎসার বন্দোবস্ত করা হয়। এদিনের দুর্ঘটনার জন্য নেপালের অধিকাংশ পাহাড়ি রাস্তার বেহাল দশাকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন।