হেলিকপ্টারে উড়েছিলেন ৭ জন। যারমধ্যে মাত্র ১ জনই প্রাণে বাঁচলেন। ওই মহিলা ছাড়া বাকি ৬ জনের মৃত্যু হয়েছে। মহিলাকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ঘটনাটি ঘটেছে নেপালের ধাদিং ও নওয়াকোট জেলার সীমান্তবর্তী একটি গহন অরণ্যে। যেটুকু খবর পাওয়া গেছে তাতে ওই হেলিকপ্টারটিতে একজন অসুস্থ মানুষ ছিলেন। বাকিরা সকলেই ছিলেন জাপানি পর্বতারোহী। হেলিকপ্টারটি ওড়ার ২০ মিনিটের মধ্যে কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার সকাল ৮টা ২০ নাগাদ কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। তবে উদ্ধারকাজ চালাতে হয় আকাশপথে। কারণ যে জঙ্গলে সেটি ভেঙে পড়ে সেখান পর্যন্ত পৌঁছনোই মুশকিল হয় উদ্ধারকারীদের।