পশ্চিম নেপালের গুরজা পর্বতে তুষার ঝড়ের শিকার হয়ে মৃত্যু হল ৯ জনের। যারমধ্যে ৫ জন কোরিয়ার বাসিন্দা। ৪ জন নেপালের। গুরজা পাহাড়েই উঠছিলেন তাঁরা। আবহাওয়া খারাপ থাকায় ক্যাম্পেই অপেক্ষা করছিলেন। আবহাওয়া ভাল হলে ফের ওপরে উঠার পরিকল্পনা ছিল। ঠিক তখনই তুষার ঝড় শুরু হয়।
৭ হাজার ১৯৩ মিটার উঁচু গুরজা পর্বতের অর্ধেক প্রায় উঠেই গিয়েছিলেন পর্বতারোহীরা। ৩ হাজার ৫০০ মিটার উচ্চতায় যে ক্যাম্প রয়েছে সেখানেই ছিলেন তাঁরা। সেই সময়ে বরফ ঝড় ও সেইসঙ্গে ধস নামায় ক্যাম্পের মধ্যেই বরফ চাপা পড়ে যান তাঁরা। সেখানেই তাঁদের মৃত্যু হয়। পরে সবকটি দেহ উদ্ধার করা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)