সোনার গয়নাকে সঠিক আকৃতি দেওয়া বা সোনার গয়নাকে পালিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন মানুষকে প্রতারিত করছিল ৬ জন। অভিযোগ হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে সোনার গয়না ডুবিয়ে তা থেকে সোনা গলিয়ে বার করে নিত তারা। আবার অনেক সময় আসল গয়না নিয়ে তা নকল গয়নার সঙ্গে পাল্টাপাল্টি করে দিত। আর এভাবেই চালাচ্ছিল প্রতারণা। নেপালের এমন বহু মানুষ তাদের প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু শেষ রক্ষা হলনা।
এমন অভিযোগ পাওয়ার পর থেকেই নেপাল পুলিশ তক্কে তক্কে ছিল। বিহারের ওই ৬ বাসিন্দা একটি এলাকায় প্রতারণা চালিয়ে সেখান থেকে চম্পট দেওয়ার আগেই তাদের পাকড়াও করে নেপাল পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)