World

প্রবল ঝড় কাড়ল ৩১টি প্রাণ

রবিবার রাত। হিমালয়ের কোলে একাংশ জুড়ে উঠল প্রবল ঝড়। যে ঝড়ের দাপট সচরাচর চোখে পড়েনা। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু কী ঝড়! তারসঙ্গে দোসর হল প্রবল বৃষ্টি। সেইসঙ্গে অনেক জায়গায় শুরু হয় শিলাবৃষ্টি। বড় বড় বরফের টুকরো তীব্র গতিতে নেমে আসতে থাকে আকাশ থেকে। ঝড়ের দাপটে তা এলোপাথারি ছড়িয়ে পড়তে থাকে। রাতের অন্ধকারে প্রকৃতি এক ভয়ংকর রূপ ধারণ করে।

এভারেস্টের দেশ নেপালে এই ঝড়, বৃষ্টি কেড়ে নিল ৩১টি প্রাণ। বারা জেলাতে ৩০ জনের প্রাণ গেছে। ১ জনের মৃত্যু হয়েছে পারসা জেলায়। যাঁরা মারা গেছেন তাঁরা হয় বিদ্যুতপৃষ্ট হয়েছেন, নয়তো তাঁদের ওপর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, নয়তো কোনও ধাতব বস্তু ঝড়ে উড়ে এসে তাঁরে ওপর পড়েছে। ৩১ জন শুধু মারাই গেছেন। আহত হয়েছেন ৬০০ জনেরও বেশি। এঁরাও একইভাবে বাড়িরে ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত, নয়তো ধাতব টুকরো উড়ে এসে তাঁদের আঘাত করে।


ঝড়ের ধাক্কায় শয়ে শয়ে বাড়ি ভেঙে পড়েছে। বাতিস্তম্ভ উপড়ে পড়েছে। উপড়ে পড়েছে অজস্র গাছ। এমনকি ১২টি যাত্রীবাহী বাস পর্যন্ত উল্টে দিয়েছে ঝড়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারা জেলা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এলাকা পরিদর্শনে যান। উদ্ধারকাজে সেনার সাহায্য নেওয়া হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button