রানওয়ে দিয়ে ছুটছিল একটি বিমান। ছোট বিমান। ১৯ আসন বিশিষ্ট বিমানটি তৈরি ছিল উড়ে যাওয়ার জন্য। আর উড়ে যাওয়ার আগে রানওয়ে দিয়ে যে গতির ছুটটা প্রতিটি বিমানকে নিতে হয় সেটাই নিচ্ছিল বিমানটি। আর তখনই ঘটে দুর্ঘটনা। বিমানের চাকা ওই গতিতে পিছলে যায় রানওয়েতে। তারপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের ডানদিকে চলে যায়। সেখানে তখন পার্ক করা ছিল ২টি হেলিকপ্টার। রানওয়ে থেকে ৩০ মিটার দূরে। পাশাপাশি দাঁড়ানো ওই ২টি হেলিকপ্টারে গিয়ে ধাক্কা মারে বিমানটি। বিমানে আগুন ধরে যায়।
রবিবার সকালে ঘটনাটি ঘটে নেপালে এভারেস্টের সবচেয়ে কাছের লুকলা বিমানবন্দরে। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। মৃত ৩ জনের ১ জন ওই বিমানের কো-পাইলট। বাকি ২ জন পুলিশ আধিকারিক। তাঁরা হেলিকপ্টারের কাছেই দাঁড়িয়েছিলেন। বিমানের পাইলট গুরুতর আঘাত পেলেও তিনি বেঁচে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠিক কী কারণে দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। কেন বিমানের চাকা পিছলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়। লুকলা বিমানবন্দর এমন জায়গায় অবস্থিত যেখান থেকে এভারেস্টে চড়া শুরু করেন পর্বতারোহীরা। পর্বতারোহণের জন্যও এই বিমানবন্দরে অবতরণ করেন āঅনেক পর্বতারোহী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)