ট্রাক উল্টে নদীতে ভেসে গেলেন ৩০ জন
একটি ট্রিপার ট্রাক উল্টে পড়ল নদীতে। ট্রাকে থাকা ৩০ জন হারিয়ে গেলেন নদীর স্রোতের টানে।
কাঠমান্ডু : পাশ দিয়ে বয়ে গেছে নদী। তার পাশ দিয়ে পাহাড়ি রাস্তা। সেই রাস্তা দিয়েই ছুটে যাচ্ছিল একটি ট্রিপার ট্রাক। কোনও মাল নিয়ে গিয়ে বা জঞ্জাল নিয়ে গিয়ে কোথাও ফেলতে এই ধরনের ট্রাক ব্যবহার করা হয়। সেই ট্রাকে করে ৩০ জনকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি কোয়ারেন্টিন সেন্টারে। তাঁরা প্রত্যেকেই ভারত থেকে ফিরেছেন নেপালে। নেপালের বাসিন্দা। ভারত থেকে ফেরায় তাঁদের কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হচ্ছিল।
লালিঘাটের পাহাড়ি রাস্তার গা ধরে বয়ে গেছে কারনালি নদী। কোনওভাবে ওই রাস্তা ধরে যাওয়ার সময় ট্রাকটি পিছলে যায়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে নদীতে। নদীর জলে পড়ে স্রোতের টানে ভেসে যান ট্রাকে থাকা মানুষজন। স্রোত এতটাই ছিল যে তাঁরা সেই স্রোতের টানের সঙ্গে লড়াই করে আর পাড়ে পৌঁছতে পারেননি।
পুলিশ খবর পেয়ে দ্রুত হাজির হয় ঘটনাস্থলে। কিন্তু ৩০ জনের কোনও খোঁজ মেলেনি। বুধবার সকালে ঘটনাটি ঘটে। তারপর থেকেই নদীতে তন্নতন্ন করে তল্লাশি শুরু হয়েছে। যদিও কাউকে জীবিত বা মৃত অবস্থায় পাওয়া যায়নি। কেন এমন দুর্ঘটনা তাও খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা