শনিবার বিকেল। রাজবিরাজে হওয়া একটি হিন্দু উৎসব থেকে কাঠমান্ডু ফিরছিলেন পুণ্যার্থীরা। নেপালের দক্ষিণ অংশে পৃথ্বী হাইওয়ে ধরে আসছিল বাসটি। ধাদিং জেলার ঘাটবেশি পাহাড়ি এলাকা। রাস্তার ধারে অগভীর খাদ। খাদের নিচ দিয়ে বয়ে গেছে ত্রিশূলী নদী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই রাস্তায় পিছলে যায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গিয়ে পড়ে নদীতে। ঘটনাস্থলেই মৃত্যু হল ৩১ জনের। আহত হন বেশ কয়েকজন। তবে যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে নেপাল পুলিশ।
১৫ জন যাত্রী সাঁতরে ডাঙায় উঠতে পারলেও বাকি বেশ কয়েকজন ভেসে গেছেন বলেই অনুমান পুলিশের। তবে রাতের অন্ধকার দ্রুত নামায় উদ্ধার কাজ ব্যাহত হয়। ক্রেন এনে বাসটি তোলার বন্দোবস্ত করে স্থানীয় প্রশাসন।