World

ডাস্টবিনে পরিণত হয়েছে হিমালয়, এভারেস্ট সহ ৪ পাহাড়ে টন টন জঞ্জাল

বরফ ঢাকা সুন্দর পাহাড়গুলো এখন জঞ্জাল ফেলার ভ্যাটে পরিণত হয়েছে। সেই সত্যই সামনে আসছে। এভারেস্ট সহ ৪টি পাহাড়ে তেমনই দেখা গেল।

এভারেস্টে যে ইতিউতি চিপসের প্যাকেট, খাবারের প্যাকেট, জলের বোতল সহ এমন নানা জঞ্জাল পড়ে থাকে তা আগেই জানা। তা সাফ করতে গিয়ে দেখা যায় যে কেজি নয়, টন টন জঞ্জাল উদ্ধার হচ্ছে সেখান থেকে।

পর্বতারোহীদের চূড়ান্ত অসচেতনতার ফল ভুগতে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে। সেখানকার প্রাকৃতিক ভারসাম্যের ওপরও প্রভাব ফেলছে এই জঞ্জালের স্তূপ।


নেপাল সেনাবাহিনীর তরফে এবার শুরু হয়েছিল এই জঞ্জাল সাফ করার কাজ। ২ মাসের প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু হয় গত ৫ এপ্রিল।

এভারেস্ট তো বটেই, সেই সঙ্গে লোৎসে, কাঞ্চনজঙ্ঘা এবং মানাসলু পাহাড়ও সাফ করার কাজ শুরু হয়। ৪টি পর্বতই বরফে ঢাকা প্রকৃতির অসীম সৌন্দর্যে ভরপুর।


এখানে ওঠার জন্য পর্বতারোহীদের ভিড় জমে। আর সেখানেই হচ্ছে সমস্যা। পর্বতারোহীরা যথেচ্ছভাবে নোংরা করছেন হিমালয়ের এই বরফাবৃত পর্বতগুলিকে।

৪টি পর্বতের জঞ্জাল সাফ করতে গত ৫ এপ্রিল থেকে কাজ শুরু হয়েছিল। তা শেষ হওয়ার পর দেখা গেছে ৪টি পাহাড় মিলিয়ে মোট ৩৩ টন জঞ্জাল সাফ করা সম্ভব হয়েছে।

অবশ্য জঞ্জালের মধ্যে মানুষের কঙ্কালও রয়েছে। ২টি কঙ্কাল উদ্ধার হয়েছে ২টি পাহাড় থেকে। যে জঞ্জাল উদ্ধার হয়েছে তার মধ্যে পচনশীল ও পচনশীল নয়, এমন ২ ধরনের জিনিসই রয়েছে।

প্রসঙ্গত ২০১৯ সালে এভাবেই সাফ করে মিলেছিল ১০ টন জঞ্জাল। ২০২১ সালে পাওয়া যায় ২৭ টন জঞ্জাল। ২০২০ সালে এই সাফাই বন্ধ ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button