আকাশ থেকে এভারেস্ট দেখার আগে উবে গেলেন ৫ বিদেশি
আকাশ থেকে এভারেস্ট দেখার শখ তো অনেকের থাকে। তাঁদেরও ছিল। ছিল বেস ক্যাম্পের কাছে নামার শখও। কিন্তু তা মিটল কিনা জানা গেলনা।
এভারেস্টে চড়া সকলের কম্ম নয়। এজন্য বিশেষ প্রশিক্ষণ লাগে। আবার দূর থেকে এভারেস্ট দেখার চেয়ে এভারেস্টের মাথায় উড়তে উড়তে পৌঁছে যাওয়া অনেক সুখের। অনেক আনন্দের। তবে সেটাও সকলের পক্ষে সম্ভব হয়না আর্থিক কারণে।
৫ বিদেশির জন্য অবশ্য অর্থ কোনও বাধা হয়নি। বরং তাঁদের কাছে অভিজ্ঞতা সঞ্চয়টাই ছিল আসল। তাই কাঠমান্ডু থেকে ৫ বিদেশিকে এভারেস্ট দেখাতে, এভারেস্টের বেস ক্যাম্পের কাছে পৌঁছে দিতে উড়েছিল একটি হেলিকপ্টার।
ঠিক ছিল নেপালের সোলুখুম্বু জেলা অর্থাৎ যেখানে এভারেস্ট অবস্থিত সেখানে এভারেস্ট বেস ক্যাম্পের কাছে নামবেন পর্যটকেরা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কপ্টারটি সেই পর্যন্ত যেতে পারেনি। তার আগেই সুরকে নামে একটি স্থানে কপ্টারটি অবতরণ করে। তারপর সেখান থেকে উড়ে কাঠমান্ডু ফেরার জন্য মুখ ঘোরায়।
এরপরই আচমকা কপ্টারটি রাডার থেকে হারিয়ে যায়। তার আর খোঁজ মিলছিল না। ৫ বিদেশি পর্যটক এবং পাইলটকে নিয়ে আকাশেই উবে যায় সেটি। দীর্ঘ সময় নানাভাবে খোঁজ চালিয়েও কপ্টারটির হদিশ মেলেনি।
তবে খারাপ আবহাওয়ার মধ্যেই দুর্গম পাহাড়ি এলাকায় খোঁজ চালাতে থাকেন উদ্ধারকারীরা। অবশেষে খোঁজও মেলে ভেঙে পড়া হেলিকপ্টারটির। ৫ বিদেশি ও ১ পাইলট, সব মিলিয়ে ৬ জন আরোহীর মধ্যে ৫ জনের দেহ উদ্ধার হয়। ১ জনের এখনও পর্যন্ত কোনও হদিশ নেই বলেই জানিয়েছে পুলিশ।
উত্তর ভারত, নেপাল সহ ওই বিস্তীর্ণ হিমালয় জুড়ে এখন প্রবল বৃষ্টি চলছে। তারমধ্যে কপ্টারটি ওড়ার ঝুঁকি নিল কেন তা নিয়েও প্রশ্ন উঠছে।