পাহাড়ে উঠব বললেও আর ওঠা যাবেনা, নিষেধাজ্ঞা জারি করল এভারেস্টের দেশ
পাহাড় দেখে উঠব বললেই আর উঠতে পারবেননা। পর্বতারোহী হলেও নয়। এমনই নিয়ম তৈরি করল এভারেস্টের দেশ। কেন নিষেধাজ্ঞা তাও স্পষ্ট হয়েছে।
এভারেস্টের দেশে বহু পর্বতারোহী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। সেটা কেবল এভারেস্টের টানেই নয়। নেপাল এমন এক জায়গা যেখানে হিমালয়ের অপার সৌন্দর্য ছড়িয়ে আছে। আর রয়েছে প্রচুর পাহাড়। যার অনেক পাহাড়ের উচ্চতা ৮ হাজার মিটারের উপরে।
সে তালিকায় এভারেস্টের পাশাপাশি কোমোলাঙ্গমা সহ অনেক পাহাড় রয়েছে। নেপালে অনেক পর্বতারোহী সেসব পাহাড়ে ওঠার জন্যও হাজির হন।
কিন্তু আগামী দিনে তাঁরা চাইলেই আর এসব পাহাড়ে উঠতে পারবেননা। ৮ হাজার মিটারের ওপর উচ্চতা সম্পন্ন পাহাড় হলে কাউকেই আর একা উঠতে দেবেনা নেপাল সরকার। সে তিনি যত দক্ষ পর্বতারোহীই হন না কেন!
নেপাল সরকারের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে আগামী দিনে আর কেউ একা ৮ হাজার মিটারের চেয়ে উঁচু পাহাড়ে একা উঠতে পারবেননা। সঙ্গে একজন অন্তত গাইড তাঁকে নিতেই হবে।
কেন এই নির্দেশ? নেপাল সরকার জানিয়েছে পর্বতারোহীদের সুরক্ষার কথা বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে পর্বতারোহীদের খরচ বাড়ল।
যাঁরা নেপালের সুউচ্চ ৮ হাজার মিটারের ওপর উচ্চতার পাহাড়ে এতদিন একাই উঠতেন, তাঁদের এখন থেকে সঙ্গে গাইড রাখতেই হবে। ফলে গাইডের খরচও তাঁদেরই বহন করতে হবে।
অবশ্য ৮ হাজার মিটারের নিচে উচ্চতা থাকা পাহাড়ে একা ওঠা যাবেনা বলে কিছু জানায়নি সরকার। এদিকে এভারেস্টে ওঠার খরচও এক লাফে বাড়িয়ে দিয়েছে নেপাল সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা