ফের কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার রাত ২টো ২৩ মিনিটে কম্পন অনুভূত হয়। মধ্যরাতে তখন গোটা দেশটাই ঘুমের দেশে। আচমকা কম্পনে ঘুম ভেঙে যায় সকলের। কম্পনের মাত্রা যদিও খুব বেশি ছিল না। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। যা মৃদু কম্পন হিসাবেই পরিগণিত হয়। কিন্তু ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় নেপালবাসীকে। ফলে সিঁদুরে মেঘ দেখলেও তাঁদের বুক কাঁপে।
এদিনের কম্পনের কেন্দ্র ছিল কাঠমান্ডু শহর। মাঝরাতেই আতঙ্কে অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পরিবার নিয়ে রাস্তায় কাটান দীর্ঘ সময়। বুধবার সকাল পর্যন্ত কম্পন আতঙ্কে ভুগেছেন বহু মানুষ। এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল কম। ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।