পড়াশোনা করুক প্রতিবেশিরাও, পড়শি দেশে স্কুল বানিয়ে দিল ভারত
নিজের দেশের নব্য প্রজন্মের পড়াশোনার দিকে নজরের পাশাপাশি এবার পড়শি দেশের পড়ুয়াদের পড়াশোনার দিকেও নজর দিল ভারত। তৈরি করে দিল স্কুল।

সব দেশই তার নিজের দেশের নব্য প্রজন্মের পড়াশোনার মান উন্নয়নে জোর দেয়। বিভিন্ন প্রকল্প রূপায়িত করে। মেধার বিকাশ ঘটায়। যা তার দেশের উন্নয়নের ভবিষ্যৎ। ভারতও সে বিষয়ে সতর্ক।
পড়াশোনার মান উন্নয়ন, স্কুল কলেজ প্রতিষ্ঠা, সর্বস্তরে শিক্ষা ছড়িয়ে দেওয়া, সর্বশিক্ষা মিশনের মত নানা প্রকল্পের পাশাপাশি এবার ভারত সরকার পড়শি দেশের ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকেও নজর দিল।
যাতে তারাও ভাল করে পড়াশোনার সুযোগ পায় সেজন্য তৎপরতা দেখাল ভারত সরকার। যাতে প্রতিবেশি দেশের ছাত্রছাত্রীরা দেশের মুখ উজ্জ্বল করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিল ভারত।
নেপাল ভারত ডেভেলপমেন্ট কোঅপারেশন তৈরি করে নেপালের উন্নতিতে ভারত বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। নেপালের নব্য প্রজন্মের পড়াশোনার মান উন্নয়নে এবার ভারত সরকারের দেওয়া অর্থে নেপালের মাকওয়ানপুর জেলায় তৈরি হল একটি বিশাল স্কুল।
শ্রী জনকল্যাণ সেকেন্ডারি স্কুল-র উদ্বোধন হয়ে গেল। স্কুলটি তৈরি করতে ৩ কোটি টাকা দিয়েছে ভারত সরকার। সবরকম সুবিধার বন্দোবস্ত রয়েছে স্কুলে। এতে নেপালের ছাত্রকুল পড়াশোনা করে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।
পড়শি দেশের স্বার্থে ভারতের এই এগিয়ে যাওয়া অবশ্যই তারিফের দাবি রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বলেছিলেন প্রতিবেশিদের গুরুত্ব সবচেয়ে বেশি।
সেই প্রতিবেশি দেশের পড়াশোনায় এবার বড় অবদান রাখল ভারত। নেপালের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বেশি যে দেশ সাহায্য করেছে তার নাম ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা