কাঠমান্ডু বিমানবন্দরে ভেঙে পড়া বাংলাদেশি বিমান থেকে জীবন্ত উদ্ধার করা হল ২৩ জনকে। মৃত যাত্রীর সংখ্যা ৩৮। এখনও উদ্ধারকাজ চলছে। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টো ২০ মিনিট। বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি ৭১ জন যাত্রী নিয়ে অবতরণ করছিল নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। রানওয়েতে চাকাও ঠেকে গিয়েছিল। কিন্তু তারপরই ঘটল চরম বিপত্তি।
বিমানবন্দর সূত্রের খবর, চাকা রানওয়ে ছোঁয়ার পরই তা কোনওভাবে পিছলে যায়। ফলে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। তাতে আগুন ধরে যায়। রানওয়ে ছেড়ে পাশে গিয়ে দাউদাউ করে জ্বলে ওঠে বাংলাদেশি বিমানটি। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। সেই সঙ্গে আগুন নেভানোর তৎপরতাও চোখে পড়ে। উদ্ধারকাজে নেপাল সেনার সাহায্য চেয়ে পাঠান বিমানবন্দর কর্তৃপক্ষ। ভয়ংকর এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় বিমানবন্দর থেকে বিমান ওঠানামা।