তাঁর পকেটে যে গুঁড়ো করা ভাং রয়েছে তা প্রথম টের পায় বিমানবন্দরে প্রহরারত স্নিফার ডগ। কুকুরদের ঘ্রাণশক্তি প্রখর। ফলে পকেটে থাকা ভাং চিনে নিতে তার অসুবিধা হয়নি। এরপরই ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবার ওয়াদিয়াদের বর্তমান প্রজন্ম নেস ওয়াদিয়াকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটে গত মার্চে জাপানের হোক্কাইডো দ্বীপের চিতোস বিমানবন্দরে।
২৮৩ বছরের পুরনো ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী নেস ওয়াদিয়া বারবার বোঝানোর চেষ্টা করেন যে ২৫ গ্রাম ভাং তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছে তা তিনি বহন করছিলেন নিজের ব্যবহারের জন্য। কিন্তু বর্তমানে মাদক নিয়ে ধরা পড়লে কঠোর পদক্ষেপ করছে জাপান সরকার। সেখানে এসব ক্ষেত্রে আইনও কঠোর। ফলে নেস ওয়াদিয়ার কোনও দাবিই তাঁকে গারদের পিছনে যাওয়া থেকে বাঁচাতে পারেনি।
ঘটনাটি তখন সেখানে ছড়িয়ে না পড়লেও হোক্কাইডোর একটি স্থানীয় সংবাদমাধ্যম খবরটি করে। পরে একটি ভারতীয় সংবাদপত্রও খবরটি করে দেয়। ওয়াদিয়া পরিবারের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ ১৩.১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৯ হাজার ১৪৮ কোটি ৩৮ লক্ষ টাকা।
ওয়াদিয়া গ্রুপের হাতে রয়েছে ব্রিটানিয়া, বম্বে ডাইং, বম্বে বর্মন ট্রেডিং, বিমান সংস্থা গোএয়ার। দেশের এই প্রথমসারির ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী জাপানের সংশোধনাগারে বন্দি এটা অবশ্যই নজর কাড়ছে। নেস ওয়াদিয়া আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবেরও অন্যতম মালিক।
জাপানের সাপোরো জেলা আদালত নেস ওয়াদিয়াকে ২ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে। জাপানে নিছক ছুটি কাটাতে গিয়েছিলেন নেস। কিন্তু ছুটি কাটানো তো হলই না। বরং পকেটে ভাং থাকার কারণে এত বড় ব্যবসায়ী পরিবারটিও লজ্জার শিকার হল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)