Sports

শিয়রে সাসপেনশনের খাঁড়া, প্রবল চাপের মুখে কিংস ইলেভেন পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাবেরও কী এবার চেন্নাই সুপার কিংসের মত অবস্থা হতে চলেছে? তারাও কী আইপিএল থেকে নির্বাসিত হতে পারে একটা সময়ের জন্য? আপাতত প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। কারণটা পরিস্কার। জাঁকজমকপূর্ণ অর্থবহুল ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলের অপারেশনাল রুল হল যদি কোনও দলের কোনও শীর্ষ আধিকারিক এমন কোনও কাণ্ড করেন যার জন্য তিনি শাস্তি পান, এর ফলে তাঁর দল বা আইপিএল প্রতিযোগিতা দুর্নামের ভাগী হতে পারে, তবে তাঁর দলকে এই প্রতিযোগিতায় সাসপেনশনের মুখে পড়তে হবে।

কিন্তু কেন এই পরিস্থিতি? জাপানে বেড়াতে গিয়ে সেখানে হোক্কাইডো শহরে নামতেই বিমানবন্দরে গ্রেফতার হন নেস ওয়াদিয়া। তাঁকে পকেটে করে ভাং আনার অভিযোগে গ্রেফতার করে জাপান পুলিশ। পরে সেখানকার একটি আদালত ওয়াদিয়াকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। নেস ওয়াদিয়া হলেন ভারতের অন্যতম ব্যবসায়ী পরিবার ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী। তাঁর আরও একটি পরিচয় তিনি কিংস ইলেভেন পঞ্জাব দলের অন্যতম মালিক।


এখানেই যত সমস্যা। আইপিএলের অপারেশনাল রুলে তাঁর জন্য তাঁর দল সমস্যায় পড়তে পারে। সাসপেনশনের খাঁড়া তাদের ওপর ঝুলছে। তবে কিছু নিয়ম পার করার পরই এই সম্ভাবনা বাস্তবায়িত হতে পারে। এটা প্রথমে তদন্তের জন্য বিসিসিআইয়ের কমিশনের কাছে যাবে। কমিশন সেটি খতিয়ে দেখার পর ওম্বুডসম্যানের কাছে পাঠাবে। তারপর কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button