দমদম বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে মিলল ৫টি কার্তুজ। শনিবার সকালে ব্যাগে কার্তুজ পাওয়ার পর তাঁদের আটক করে সিআইএসএফ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আটক দুই মহিলা প্রবাসী ভারতীয়। তাঁরা এমিরেটসের বিমানে ওঠার জন্য বিমানবন্দরে আসেন। তখনই লাগেজ পরীক্ষার সময় ধরা পড়ে কার্তুজগুলি। ওই দুই মহিলার পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়। যদিও আটক মহিলাদের একজনের বাবা বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, কার্তুজগুলি নেহাতই খেলনা। এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।
Leave a Reply