রাত সওয়া ৩টে ছিল কলকাতা ছাড়ার সময়। সওয়া ৩টেয় কাতার এয়ারওয়েজের কিউআর-৫৪১ বিমানটির যাত্রী নিয়ে উড়ে যাওয়ার কথা। মাঝরাতে তখন চলছিল বিমানে যাত্রীদের তোলার কাজ। সে সময়ে রাত ৩টে নাগাদ অক্সিলারি পাওয়ার ইউনিটে আগুন লাগার ইঙ্গিত পান পাইলট। তখনই খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। এটিসি-র তরফে তখনই সম্পূর্ণ এমারজেন্সি জারি করা হয়। দ্রুত যাত্রীদের সরিয়ে শুরু হয় বিমানটির পরীক্ষা।
প্রায় ১ ঘণ্টার বিমানের যাবতীয় পরীক্ষার পর সেই এমারজেন্সি তুলে নেয় এটিসি। তবে কাতার এয়ারওয়েজের বিমানটি তখনই ওড়ার ছাড়পত্র পায়নি। প্রায় ৫ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে কাটানোর পর সব দিক থেকে নিশ্চিন্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল ৮টা ১১ মিনিটে বিমানটি যাত্রী নিয়ে উড়ে যায়।
এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে অবশ্য বিমানবন্দরে সবকিছুই স্বাভাবিক হয়। তবে আগুন লাগার ইঙ্গিতকে কোনওভাবেই হাল্কাভাবে নেয়নি এটিসি। ফলে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরই ওড়ে কাতারের বিমানটি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)