বুধবার সকাল। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনের মতই ব্যস্ততা। ঠিক পৌনে ৯টায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি বিমান থেকে বার্তা আসে। বার্তা পাঠান পাইলট। বলেন, তাঁর ধারণা তাঁর বিমানের তেলের ট্যাঙ্কে কোনও ফুটো রয়েছে। আর তা থেকে তেল লিক করছে। যত দ্রুত সম্ভব বিমান অবতরণ করানোর জন্য রানওয়ে ফাঁকা চান তিনি। বিমানবন্দরে নামার অনুমতিও চান।
জ্বালানি লিক করা মানে বড় ধরনের ঝুঁকি। ফলে দ্রুত ব্যবস্থা নেয় এটিএস। রানওয়ে ফাঁকা করে স্পাইসজেটের বিমানটিকে নামার জায়গা করে দেওয়া হয়। গুয়াহাটি থেকে মুম্বইগামী বিমানটি সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দরে নামে। নামার পরই দ্রুত বিমানে থাকা ১৮৩ জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনা হয়। তারপর শুরু হয় বিমানটিকে পরীক্ষার কাজ।
বিমান পরীক্ষা করতে গিয়ে অবশ্য অন্য কিছুই ধরা পড়ে। দেখা যায় তেলে ট্যাঙ্কে নয়, লিক হয়েছে জলের ট্যাঙ্কে। তাই পাইলট যা দেখে তেল লিক করছে বলে মনে করছিলেন তা আসলে তেল ছিলনা, জল ছিল। তবে পাইলট কোনও ঝুঁকি নেননি। এই ঘটনায় বিমানবন্দরে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে ফের স্বাভাবিক ছন্দে ফেরে সবকিছু।