
কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই তা করেনওনি বিমানবন্দরের আধিকারিকরা। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের নামিয়ে বিমানটি ফাঁকা করে দেওয়া হয়। তারপর সেটিকে নিয়ে যাওয়া হয় বে-তে। সেখানেই শুরু হয় তন্নতন্ন করে তল্লাশি। তবে বিমানবন্দর সূত্রের খবর, তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যাননি। সূত্রের খবর, মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ বিমানবন্দরে এক মহিলা ফোন করেন। ফোনে তিনি দাবি করেন তিনি রাজারহাটের বাসিন্দা। জানান গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা আছে। ফোনে এই খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করেন বিমানবন্দরের আধিকারিকরা।