Health

এমআরআই মেশিনে শুইয়ে নারী-পুরুষের মিলন করান গবেষকেরা

৮ জোড়া নারী পুরুষকে নিয়ে এই গবেষণা করা হয়েছিল। সেসব ছবি ওই পেপারটিকে পরেও প্রচুর ডাউনলোডের রাস্তা করে দেয়।

এমআরআই শব্দটা আর এখন অপরিচিত নয়। এক্স-রে যেমন ছবি তুলে চিকিৎসায় সাহায্য করে, তেমনই এমআরআই বিভিন্ন রোগে চিকিৎসকদের রোগ নির্ণয় করতে সাহায্য করে। তাবলে সঙ্গম! তাও আবার এমআরআই মেশিনে শুয়ে!

বিষয়টি অদ্ভুত শোনালেও এমনটাই হয়েছিল। তাও আবার ২০ বছর আগে। গবেষকেরা বেশ কয়েকজন নারী-পুরুষকে এমআরআই মেশিনে শুয়ে মিলিত হতে বলেন। আর সেই সময় তাঁদের এমআরআই করা হয়।


মিলনের সময় নারী ও পুরুষের জননাঙ্গের ছবি এমআরআই মেশিনে নেওয়া সম্ভব কিনা সেটা পরীক্ষা করে দেখতেই এই গবেষণা করা হয়।

নেদারল্যান্ডস-এর একদল গবেষক নারী পুরুষের মিলন চলাকালীন এমআরআই করেন। দেখার চেষ্টা করেন তাঁদের জননাঙ্গগুলির ছবি সে সময় ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা। এই পরীক্ষার বিষয়টি চিকিৎসা জগতে যথেষ্ট প্রচার পায়।


সে সময় এই পেপারটি যথেষ্ট জনপ্রিয় হয়। তবে তার আরও একটা কারণ ছিল। নারী পুরুষের মিলনের অনেক ছবি দেখতে পাওয়া। সেসব ছবি ওই পেপারটিকে পরেও প্রচুর ডাউনলোডের রাস্তা করে দেয়। তবে সব ছবিই ছিল সাদা কালোয়।

৮ জোড়া নারী পুরুষকে নিয়ে এই গবেষণা করা হয়েছিল। তাঁদের মধ্যে সঙ্গম করানো হয় এমআরআই মেশিনে। এছাড়াও কেবল মহিলাদের জননাঙ্গ নিয়ে গবেষণা করতে ৩ জন মহিলার এমআরআই করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button