এই প্রথম মানুষের রক্তে প্লাস্টিক পেলেন গবেষকরা
মানুষের রক্তে প্লাস্টিকের অস্তিত্বের খোঁজ পেলেন গবেষকরা। যা গোটা বিশ্বের জন্য এক নতুন চমক। রক্তে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছে তা পরিমাপযোগ্য।
মানুষের রক্তে প্লাস্টিক, চমকে দেওয়ার মত তথ্য হলেও তার খোঁজ পেলেন গবেষকরা। এই প্রথম মানুষের রক্তে মাইক্রো প্লাস্টিকের খোঁজ মিলল।
২২ জনের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যা পরীক্ষা করার পর দেখা যায় ১৭ জনের রক্তেই রয়েছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব।
এখন প্রশ্ন হল রক্তে প্লাস্টিক এল কোথা থেকে? যে পরিমাণ মাইক্রো প্লাস্টিক পাওয়া গিয়েছে তা মানুষের জন্য কতটা ঝুঁকির?
নেদারল্যান্ডসের গবেষকরা জানিয়েছেন, মানুষের শরীরের জন্য এই মাইক্রো প্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ সে সম্বন্ধে পরিস্কার করে জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। একই কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
রক্তে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব সম্বন্ধে যেটুকু জানা গিয়েছে তাতে দেহে এর থেকে বিষক্রিয়ার সম্ভাবনা কতটা বা আদৌ আছে কিনা তা জানা সম্ভব নয় বলেই মনে করছে হু। বরং এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজনের কথাই জানিয়েছে তারা।
সামুদ্রিক প্রাণি থেকে পানীয় জলে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব মিলেছিল আগেই। বিশ্বে প্রতি বছর ১ কোটি ৪০ লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে মেশে। যা সামুদ্রিক প্রাণিরা অনেক সময় না বুঝে খেয়েও ফেলে।
সেই সামুদ্রিক প্রাণি যদি মানুষ খায় তাহলে মানবদেহে সেই প্লাস্টিক মিশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে রক্তে যে প্লাস্টিকের কণা মিশে যাচ্ছে তা জানতে পারার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গবেষণা করে দেখা হচ্ছে।