কাউকে না জানিয়ে মায়ের গাড়ি চালাল ৪ বছরের শিশু, তারপরটা ইতিহাস
সবে তার ৪ বছর বয়স হয়েছে। এই বয়সে মায়ের কোলে করে গাড়িতে বসে যেতেই পারে সে। কিন্তু স্টিয়ারিংয়ের দায়িত্ব সে একাই কাউকে না জানিয়ে হাতে তুলে নিল।
৪ বছর বয়সের ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে দেখে তার বাবা বেরিয়ে যাচ্ছেন কাজে। ঘরে রাখা রয়েছে তার মায়ের গাড়ির চাবি। এর আগে সে অনেকবার বাবা মায়ের কোলে চেপে গাড়িতে বেড়াতে গেছে। সে সময় সে অবাক চোখে দেখেছে গাড়ি কীভাবে চালানো হয়।
ঘরে সে মায়ের গাড়ির চাবিটা দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেয়। তারপর সকলের অলক্ষ্যে বেরিয়ে পড়ে রাস্তায়। ছোট্ট ছোট্ট পায়ে একটা পাজামা পরে সে এগিয়ে যায় তার মায়ের গাড়ির দিকে। তারপর গাড়িতে ঢুকে গাড়ি স্টার্টও করে দেয়।
ছোট্ট ছেলেটা দেখেছে কীভাবে তার বাবা বা মা স্টিয়ারিং ঘোরান। সেটা হুবহু নকল করে এবার সে গাড়ি নিয়ে এগোতে যায়। স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয় পার্কিংয়ের কাছেই।
তাতে গাড়িটি ঘুরে যায় নিমেষে। আর গিয়ে ধাক্কা মারে পাশের ২টি গাড়িতে। এমন কাণ্ডের পর সে আবার গাড়ি থেকে নেমে আসে। তবে তার কোনও আঘাত লাগেনি।
এদিকে একটি ছোট্ট ছেলে একা খালি পায়ে ঠান্ডার মধ্যে দিয়ে হাঁটছে দেখে পথচলতি মানুষজন পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে।
২টি গাড়িতে যে সেই ছোট্ট ছেলেটি ধাক্কা মেরেছে তাও জানতে পারে তারা। তবে গাড়ির ক্ষতি হলেও শিশুটি বা অন্য কারও কোনও ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে।