ওয়ার্ক ফ্রম হোম এবার আইনি অধিকার হতে চলেছে এক দেশে
গত আড়াই বছরে বিশ্বব্যাপী পরিস্থিতি এক নয়া কর্ম সংস্কৃতির জন্ম দিয়েছে ওয়ার্ক ফ্রম হোম। এবার সেই সুযোগ আইনি স্বীকৃতি পেতে চলেছে একটি দেশে।
আড়াই বছর আগে যে ওয়ার্ক ফ্রম হোম কথাটা কেউ জানতেন না এমনটা নয়। কিন্তু তা এতটা প্রচলিত ছিলনা। কিন্তু এখন চাকরিদাতা এবং চাকরিপ্রার্থী, ২ তরফ থেকেই ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হচ্ছে।
অনেক সময় এখন চাকরি প্রার্থীরা সংস্থাকে সাফ জানিয়ে দিচ্ছেন ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি পেলে তবেই কাজে যোগ দেবেন। নচেৎ নয়।
ওয়ার্ক ফ্রম হোম কর্মচারি করবেন কিনা তা কিন্তু এখনও চাকরিদাতার মর্জির ওপর নির্ভর করে। কিন্তু বিশ্বের একটি দেশে ওয়ার্ক ফ্রম হোম একটি আইনি অধিকার হিসাবে সামনে আসতে চলেছে। যা বিশ্বে প্রথম কোনও দেশে চালু হওয়ার অপেক্ষায়।
নেদারল্যান্ডসে এখনও পর্যন্ত একজন চাকরিদাতার ওপর নির্ভর করে তাঁর সংস্থার কর্মীকে তিনি বাড়ি থেকে কাজ করতে অনুমতি দেবেন কিনা। না করে দিলে অফিসে আসতেই হবে কর্মীকে।
কিন্তু গত সপ্তাহে নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্ন কক্ষে ওয়ার্ক ফ্রম হোমকে আইনি অধিকারের তকমা দেওয়ায় সবুজ সংকেত মিলেছে।
এখন নেদারল্যান্ডসের সেনেটে এই প্রস্তাব পাশ হয়ে গেলেই তা আইনের রূপ নেবে। যা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
এই আইন বলবত হলে, কোনও কর্মী সংস্থার কাছে যদি ওয়ার্ক ফ্রম হোম করার আবেদন করেন তাহলে সংস্থা তা এক কথায় না করে দিতে পারবেনা।
যদি না করতেই হয় তাহলে সংস্থাকে ওই কর্মীকে যুক্তিগ্রাহ্য কারণ দর্শাতে হবে। ফলে এই আইন বলবত হলে ওয়ার্ক ফ্রম হোম নেদারল্যান্ডসের নাগরিকদের অধিকারের পর্যায়ে পড়বে।