দূর অব্ধি দেখতে চাওয়ার ফল, ১২ কোটি টাকা জরিমানা
পাশাপাশি ২ জনের বাড়ি। একজনের বাড়িতে সারি দিয়ে গাছ। সেটাই মেনে নিতে না পেরে অন্য প্রতিবেশি দিলেন গাছগুলো কেটে। এবার বিপদ সামাল দিতে হিমসিম খাচ্ছেন তিনি।
তাঁর বাড়ি থেকে দূর পর্যন্ত দেখা যাচ্ছেনা। না দেখা যাচ্ছে শহরটা, না দেখা যাচ্ছে দূর পর্যন্ত প্রকৃতি। প্রতিবেশির গাছের আড়ালে ঢাকা পড়ছে সবটাই। এটা মেনে নিতে পারছিলেননা এক ব্যক্তি।
তাঁর সঙ্গে এ নিয়ে একপ্রস্ত ঝগড়া আগেই হয়েছিল তাঁর প্রতিবেশির। এবার আর কোনও ঝগড়া বা অনুরোধের পথে না হেঁটে গাছ কাটার লোক ডেকে ৩২টি গাছ কেটে ফেললেন তিনি।
নিজের গাছ নয়। প্রতিবেশির খামারের গাছ। সবকটি গাছই বিশাল। বহু বছর ধরে তা ওই বিশালত্বে পৌঁছেছিল। সেসব গাছ কেটে ফাঁক করে সেগুলি গাড়িতে ভরে সরিয়েও নিয়ে যাওয়ার সব বন্দোবস্ত পাকা করে ফেলেছিলেন তিনি।
কিন্তু গাছ কাটার যন্ত্রের আওয়াজ পেয়ে ওই প্রতিবেশি সেখানে পৌঁছে যান। তাঁর গাছের সারি কেটে ফাঁক করে দেওয়া হয়েছে দেখে রেগে আগুন হয়ে যান তিনি। ডেকে পাঠান পুলিশকে। পুলিশ এসে বাকি গাছ কাটা এবং গাছ তুলে নিয়ে যাওয়া বন্ধ করে।
ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের নিউ জার্সিতে। গাছের মালিক স্যামি সিনওয়ে তাঁর এত বছরের পুরনো সব গাছকে মাটিতে পড়ে থাকতে দেখে ভেঙে পড়েছেন। তাঁর প্রতিবেশি গ্রান্ট হ্যাবার যে এমনটা করবেন তা তিনি ভাবতে পারেননি।
এদিকে গাছ কাটা, অন্যের জমিতে অন্যায় প্রবেশ, গাছ পরিস্কার, যে কটি গাছ কেটেছেন সে জায়গায় সেই গাছ নতুন করে লাগানো এমন নানা ভাবে হ্যাবারের ঘাড়ে জরিমানার বোঝা চেপেছে। যার অঙ্ক ভারতীয় মুদ্রায় সাড়ে ১২ কোটির কাছাকাছি। এবার প্রতিবেশির গাছ কেটে এই টাকা মেটাতে হবে গ্রান্ট হ্যাবারকে।