মাঝ সমুদ্র থেকে ভেসে এল রহস্যময় বসার চেয়ার
সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে এল ধাতুর চেয়ার। যিনি প্রথম সেটি দেখেন তিনি প্রাথমিকভাবে যতটা ঘাবড়ে যান, বিষয়টা বাস্তবে ততটা নয়।
সমুদ্র তো কত কিছুই ভাসিয়ে আনে। ঢেউয়ের তালে তালে তা এসে ঠেকে কোনও বালুকাবেলায়। আর সমুদ্রের ধারের বালির তট মানেই তো সেখানে পর্যটকের ভিড়। সমুদ্রে স্নান বা রৌদ্র স্নান তো আছেই, এছাড়া নিছক সমুদ্রের ধারে বেড়ানোর, সময় কাটানোর জন্যও অনেকে হাজির হন সেখানে।
এভাবেই এক ব্যক্তি সেদিন হাজির হয়েছিলেন সমুদ্রের ধারের সোনালি বালুকাবেলায়। অবসর কাটানোর ফাঁকে তাঁর নজরে আসে একটি জিনিস। রীতিমত হতবাক হয়ে যান তা দেখে।
সমুদ্রের ঢেউ ভাসিয়ে এনেছে ৪টি চেয়ার। জং ধরা চেয়ারগুলি ধাতুর। একে অপরের সঙ্গে একসঙ্গে আটকানো। ওই ব্যক্তি সেটি দেখার পর প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে বোঝার চেষ্টা করেন ওটা সমুদ্রে থেকে ভেসে এল কেন।
আর তা ভাবতে গিয়ে তাঁর মনে হয় নিশ্চয়ই কোনও বিমান দুর্ঘটনা ঘটেছে। কারণ তাঁর চেয়ারগুলি দেখে বিমানে যাত্রীদের বসার চেয়ারের মত মনে হয়। এদিকে এমন চেয়ার ভেসে এসেছে, সে খবর যায় পুলিশের কাছে।
পুলিশ এসে চেয়ারগুলি পরীক্ষার পর জানতে পারে যে নিউ জার্সির ওই সমুদ্রসৈকতের কাছে এক জায়গায় একটি কৃত্রিম রীফ তৈরির কাজ চলছে। সেখানে রেলকার দরকার পড়ে। তারই চেয়ার এগুলি।
কোনওভাবে তা জলে পড়ে গিয়েছিল। তারপর তা ঢেউয়ের তালে ভেসে এসে ঠেকে এই সমুদ্রসৈকতে। নিউ জার্সির বিচের এই ঘটনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়।