World

সমুদ্রসৈকতে আটকে রহস্যময় নৌকা, কোথা থেকে এল, দেখতে ভিড় বেড়েই চলেছে

একটি নৌকা আচমকাই সেখানে উদয় হয়েছে। কোনও নৌকা ছিলনা এখানে। কীভাবে এখানে এসে পৌঁছল, রহস্যময় নৌকা ঘিরে কৌতূহল বাড়ছে।

একটি নৌকা। ৩৪ ফুট লম্বা পালতোলা নৌকা। সমুদ্রের চরে এমন কোনও নৌকা ছিলনা। আচমকাই কোথা থেকে এসে উদয় হয়েছে। এসে দাঁড়িয়েছে বালির চরে। এমনভাবে আটকে আছে যে জল এসে ভাসিয়ে নিয়ে যাবে এমন পরিস্থিতি নয়।

নৌকাটিকে টেনে জলে নামাতে হবে। এজন্য বিশেষ বলপ্রয়োগের প্রয়োজন। এদিকে আচমকাই ওই চরে নৌকা দেখতে পেয়ে স্থানীয় মানুষের কৌতূহল বেড়ে চলেছে। এমনকি পর্যটকেরাও হেভি ট্রাফিক নামে এই নৌকা দেখতে ভিড় জমাচ্ছেন। তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।


নিউ জার্সির কোভ সমুদ্রসৈকতে নৌকাটি আচমকাই দেখা যায় মাস দুয়েক আগে। তারপর থেকে সেটি ওখানেই আটকে আছে। এটা জানা গেছে যে নৌকাটি এক ছাত্রের।

ম্যাসাচুসেটস-এর একটি কলেজে পড়েন তিনি। ব্রুকলিনের নৌকাটি ফিরিয়ে নিয়ে যেতে ওই ছাত্রের তেমন গা নেই বলেই জানাচ্ছে স্থানীয় প্রশাসন। কিন্তু এভাবে আর কতদিন!


ব্রিগেনটিন শহরে এই সমুদ্রসৈকতটি অবস্থিত। ফলে ব্রিগেনটিন শহর প্রশাসন ওই নৌকাটি সেখান থেকে সরাতে বলেছে ওই ছাত্রকে। যেহেতু তিনিই ওই নৌকার মালিক। এরপরেও ছাত্রটি নৌকাটি না সরালে শহর প্রশাসনই সেটিকে সরিয়ে নিয়ে যাবে।

কিন্তু সেই পথে হাঁটতে চাইছে না তারা। নাহলে তাদের মোটা অর্থ ব্যয় করতে হবে। এই পরিস্থিতিতে নৌকাটি সেই চরেই আটকে আছে। আর তাকে ঘিরে স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় বেড়েই চলেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button