প্যান্ট খোলা অবস্থায় তাঁকে টেনে বাথরুম থেকে বার করেন পাইলট, অভিযোগ তরুণের
এক বিমানযাত্রী বিমানের পাইলটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আনলেন। তাঁর দাবি, তাঁকে সকলের সামনে বাথরুম থেকে প্যান্ট খোলা অবস্থায় টেনে বার করে আনেন পাইলট।

বিমান আকাশে ওড়ার পরই তিনি বাথরুমে গিয়েছিলেন। সেটা তাঁর পাশে বসা ব্যক্তি নজরও করেন। তারপর প্রায় ২০ মিনিট পরেও তিনি না ফেরায় ওই ব্যক্তি বিমান সেবিকাদের বিষয়টি জানান। ২০ মিনিট ধরে এক যাত্রী বিমানের বাথরুমের মধ্যে রয়েছেন। এটা মোটেও ভাল ঠেকেনি তাঁদের।
তারপর আরও ১০ মিনিটের অপেক্ষা। তখনও ওই বছর ২০-র তরুণ বাথরুম থেকে না বার হওয়ায় খবর যায় পাইলটের কাছে। এবার পাইলট বাথরুমের সামনে হাজির হন। ভিতরে থাকা তরুণকে বেরিয়ে আসতে বলেন। ভিতর থেকে সাড়া দেন ওই তরুণ।
তিনি জানান তাঁর কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। তাই একটু সময় লাগছে। তিনি দ্রুত বেরিয়ে আসবেন। কিন্তু পাইলট নাছোড় অবস্থান নেন। তিনি সাফ জানান ওই তরুণ যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই তাঁকে বাথরুম থেকে বেরিয়ে আসতে হবে। এটা তাঁর নির্দেশ।
তাতেও ওই তরুণ না বার হওয়ায় ক্ষুব্ধ পাইলট বাথরুমের দরজা ভেঙে বাথরুমে ঢোকেন। তারপর টেনে ওই তরুণকে বার করে আনেন। তরুণের দাবি তাঁর প্যান্ট তখন নামানোই ছিল।
সেই প্যান্ট খোলা থাকা অবস্থায় তাঁকে অন্য যাত্রীদের সামনে টেনে নিয়ে আসেন পাইলট। অনুরোধ করা সত্ত্বেও তাঁকে প্যান্ট পরতে দেননি তিনি। এমনই অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স-এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন নিউ জার্সির বাসিন্দা ওই তরুণ।
আদালতে তরুণ জানান বিমান অবতরণের পর তাঁকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। মেক্সিকো থেকে টেক্সাসগামী ওই বিমানের ঘটনা হুহু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।