রেস্তোরাঁয় খাবার সময় দাঁতে লাগল শক্ত কিছু, বার করতে বাকরুদ্ধ স্বামীস্ত্রী
স্ত্রীকে নিয়ে রেস্তোরাঁয় খেতে গিয়ে যে রাতারাতি খবরের শিরোনামে জায়গা পাওয়া যায় তা ভেবে মোটেও তিনি খেতে যাননি। তবে খবর যে হলেন তা সত্যি।
রেস্তোরাঁটার নাম দ্যা লবস্টার হাউস। দারুণ জনপ্রিয় এই রেস্তোরাঁয় মানুষের ভিড় লেগেই থাকে। এই রেস্তরাঁয় সেদিন খেতে এসেছিলেন এক দম্পতি। তাঁরাও খাবার অর্ডার দেন। এসে পড়ে প্লেট।
একটা দারুণ সময় কাটাতে স্বামীস্ত্রী মিলে শুরু করেন তাঁদের পছন্দের খাবারে রসনা তৃপ্তি। খাওয়া চলছিল বেশ। সঙ্গে টুকটাক গল্প।
স্বামীর আবার অতিপছন্দ হল ঝিনুক। ঝিনুক অনেক জায়গাতেই অত্যন্ত জনপ্রিয় পদের একটি। শেষ ঝিনুকটি মুখে পুরে সবে চিবোতে শুরু করেছেন মাইকেল। এমন সময় কট করে দাঁতে কি যেন একটা শক্ত মত লাগে।
মাইকেলের প্রথমেই মনে হয় নির্ঘাত তাঁর দাঁতের কোনও অংশ ভেঙেছে। দ্রুত মুখ থেকে চিবিয়ে ফেলা অংশটি বার করেন তিনি।
ঝিনুকের অর্ধেক খোলে ঝিনুকের মাংসল অংশ রাখা থাকে। সেই অংশটিই খেয়ে থাকেন মানুষজন। যেমনটা মাইকেল করেছিলেন। সেই চিবোনো মাংসল অংশের মধ্যে থেকে এবার যেটি তাঁর হাতে আসে সেটি দেখে সব কথা হারিয়ে যায় তাঁর এবং তাঁর স্ত্রীর।
স্বামীস্ত্রী দেখেন মাইকেল একটি মুক্তোয় দাঁত বসিয়েছিলেন! বেশ বড় মুক্তো। ঝিনুকটির পেটের মধ্যে সেটি ছিল। রান্নার সময় তা টেরও পাননি রেস্তোরাঁর রাঁধুনিরা।
ঝিনুকটির ওজনও ভাল। খতিয়ে দেখা গেছে যে মুক্তোটি তাঁরা পেয়েছেন তার দাম আমেরিকায় কয়েক হাজার ডলার। বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়ার হাতছানি থাকলেও মাইকেল ও মারিয়া স্থির করেছেন ওটা তাঁরা তাঁদের কাছেই রেখে দেবেন স্মৃতি হিসাবে।
যেহেতু ওই খাবার তাঁরা কিনেছিলেন এবং সেই খাবারের মধ্যে থেকে মুক্তোটি পাওয়া গিয়েছে, তাই ওই মুক্তোর অধিকার তাঁদেরই। ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, তারা এতকাল ঝিনুকের ডিশ বিক্রি করছে, কখনও এমনটা হয়নি। ঘটনাটি ঘটেছে আমেরিকার কেপ মে-তে।